অপরাধ

৭৯ বোতল বিদেশি মদসহ দু’জন আটক

  শেরপুর প্রতিনিধি: অমিত চক্রবর্তী ২৭ জুন ২০২৪ , ৪:৩৯:৩০ প্রিন্ট সংস্করণ

৭৯ বোতল বিদেশি মদসহ দু'জন আটক
৭৯ বোতল বিদেশি মদসহ দু'জন আটক

শেরপুর নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৯ বোতল মদসহ দুইজনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।


গতকাল বুধবার(২৬ জুন) মাঝরাত ২ঃ৪৫ মিনিটে উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া এলাকা হতে ৭৯ বোতল মদসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সমশ্চূড়া এলাকার আঃ করিমের পুত্র মোতালেব (৪৫) ও অন্যজন একই এলাকার বছি মিয়া’র ছেলে মোহাম্মদ আলী(৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

এসময় সেই এলাকায় তল্লাশি চালিয়ে ৩৫ পিস ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের (৭৫০এমএল) ও ৪৪ পিস একই ব্র্যান্ডের (৩৭৫এমএল) বিদেশি মদের বোতলসহ সর্বমোট ৭৯ বোতল মদসহ হাতেনাতে মোতালেব ও মোহাম্মদ আলী’কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া জানান,আটককৃত একজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত