প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ১:২০:৫৬ প্রিন্ট সংস্করণ
কে এই জাভিয়ার! কখনো জানার ইচ্ছে হয়েছে?
জাভিয়ার একজন ভারতীয় বংশোদ্ভূত, টুইটারে যার নাম ‘পাকালু পাপিতো’ এবং তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন। মূলত তিনি এক বন্ধুর সঙ্গে বাজি ধরে টুইটারে অ্যাকাউন্ট চালু করেছিলেন।
ওই বন্ধুটি তাকে বলেছিলেন, ৫ হাজার ফলোয়ার জোগাড় করতে পারলেই তাকে ১০ হাজার ডলার দেবেন। তারপর থেকেই সে নিয়মিত মিমস পোস্ট করতো এবং কেল্লাফতে!