খেলা

চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  খেলা ডেস্ক ২৬ জুন ২০২৪ , ৯:৫৭:৫০ প্রিন্ট সংস্করণ

চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে চিলি। জয় পেতে অপেক্ষায় থাকতে হয়েছে শেষ পর্যন্ত।

বদলি খেলোয়াড় লাওতারো মার্টিনেজের গোলে এসেছে ঘাম ঝরানো জয়! তাতে চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।   

বুধবার (২৬ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ম্যাচে ৭০ মিনিটের পর আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ দুবার ত্রাতা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারের স্বাদ নিয় মাঠ ছাড়তে হতো আর্জেন্টিনাকে। ম্যাচের ৭২ মিনিটের মধ্যে আর্জেন্টিনা শট নিয়েছে ১৭টি। তবু গোল আসছিল না।কর্নার পেয়েছিল আর্জেন্টিনা। জটলার ভেতর থেকে বল পেয়ে যান বাঁ দিকে একটু ফাঁকায় দাঁড়ানো মার্টিনেজ। ডান পায়ের শটে বল জালে জড়াতে তাঁর কোনো অসুবিধাই হয়নি। রেফারি অবশ্য ভিএআর এর মাধ্যমে গোলটির বৈধতা পরীক্ষা করেছিলেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে অবশ্য অবিশ্বাস্যভাবে একটি গোলের সুযোগ নষ্ট করেছেন ম্যাচের একমাত্র গোলদাতা।

আরও খবর

                   

সম্পর্কিত