রাঙামাটি প্রতিনিধি ২৫ জুন ২০২৪ , ১১:৫১:০১ প্রিন্ট সংস্করণ
রাঙামাটির জেলার রাজস্থলীতে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা অপহরণের শিকার হয়েছেন। তিনি হলেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্লাথোয়াই অং মারমা ওরফে গঞ্জ (৫৮)।
তিনি ওই উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কাঁকড়াছড়ির এলাকার বাসিন্দা। ঘটনাটি রোববার (২৩ জুন) বিকালে ঘটলেও মঙ্গলবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেননি পুলিশ ও স্থানীয়রা।
বাঙালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আদোমং মারমা অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃতের উদ্ধারে পারিবারিকভাবে চেষ্টা চলছে বলে শুনেছি। ঘটনার ব্যাপারে পরিবারের পক্ষে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখনো অপহৃতের হদিস পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কারা জড়িত তার বিস্তারিত জানা যাচ্ছে না।
স্থানীয় কারবারি (গ্রামপ্রধান) সুইক্যাচিং মারমা জানিয়েছেন, ঘটনার দিন বিকালে নিজ বাড়ী থেকে বের হয়ে হ্লাথোয়াই অং জরুরি কাজে কাঁকড়াছড়ি বাজারে যাওয়ার পথে তাকে অস্ত্রধারী লোকজন অপহরণ করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম জানিয়েছেন, গত ২৩ জুন বিকালে রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্লাথোয়াই অং মারমা অপহরণের ঘটনাটি জানার পরপরই তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে থানায় অভিযোগ দিতে বলেছি। মঙ্গলবার বিকালে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে একটি সাধারণ ডায়েরি করেছেন তারা। আমরা অপহৃতের উদ্ধারে তৎপরতা শুরু করেছি। এ ঘটনায় কারা জড়িত তা বের করতে তদন্ত চলছে।
জানা যায়, এর আগেও রাজস্থলী উপজেলা থেকে ২০২৪ সালের ৭ই এপ্রিল সকালে বাঙ্গালহালিয়া ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমা (৩৪) ও ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা (৩৬)কে বাজারে আসার পথে অপহরণ করা হয় এবং ২০২২ সালের ৪ ডিসেম্বর সকালে ঘিলাছড়ির আমতলীপাড়া থেকে রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিনকে ও অপহরণ করা হয়