সারাদেশ

রানীনগরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত

  নওগাঁ প্রতিনিধি: বিশ্বনাথ সরকার ২৪ জুন ২০২৪ , ৮:৪৭:১২ প্রিন্ট সংস্করণ

রানীনগরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত
রানীনগরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত

নওগাঁর রানীনগর উপজেলায় ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত পরিবেশ প্রকল্প কর্তৃক উপজেলা পর্যায়ে সুশীল সমাজ এবং কর্তৃপক্ষের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন (সোমবার) সকাল ১১টায় রানীনগর উপজেলা পরিষদ সভা কক্ষে জনাব উম্মে তাবাসসুম উপজেলা নির্বাহী অফিসার এঁর সভাপতিত্বে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রউফ দুলু। উক্ত সংলাপ সভা অনুষ্ঠানে রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,প্রাণি সম্পদ কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা,যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার,কৃষি অফিসার, মৎস্য অফিসার,উপজেলা সমবায় অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ সংলাপে অংশগ্রহন করে ডাসকো ফাউন্ডশন বাস্তবায়িত পরিবেশ প্রকল্পের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি সেবা সহযোগিতা গ্রহনের কৌশল আলোচনা এবং উপকারভোগীদের মাঝে সেবা দেওয়ার আশ্বাস প্রদান করেন। এছাড়াও কাশিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ মোখলেচুর রহমান বাবু কাশিমপুর ইউনিয়নের অন্তর্গত প্রকল্প উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে সহায়তা প্রদানের অঙ্গিকার করেন।

উক্ত সংলাপ সভায় জলবায়ু পরিবর্তন প্রতিরোধে প্রধানত তিনটি পদক্ষেপ নেওয়া জরুরী (Adaptation, Anticipation, Absorb) বলে মন্তব্য করেন প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ বাবর আলী। সংলাপ সভাটি সঞ্চালনা করেন জনাব মোঃ আঃ রউফ প্রকল্প উপজেলা সমন্বয়কারী রানীনগর নওগাঁ। উক্ত প্রকল্পে কর্মরত অন্যান্য দের মধ্যে বিলকিস মোর্শেদা, এডভোকেসি এ্যাসিসটেন্ট,এফ এফ বিশ্বনাথ সরকার ও মিলন রায় এবং মোঃ ইমরান তালুকদার অফিস সহায়ক উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

সম্পর্কিত