সারাদেশ

লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

  লালমনিরহাট প্রতিনিধিঃ আবু হাসান (আকাশ) ২৪ জুন ২০২৪ , ৮:১০:১১ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু
লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় নিজ কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মাহবুবুর রহমান। তিনি নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার উমর আলীর ছেলে।

আজ ২৪জুন (সোমবার) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সবার অজান্তেই জমির পাসের বৈদ্যুতিক তার জমিতে ছিড়ে পরে।

মাহবুবুর রহমান তার নিজ জমিতে সেচ দেবার জন্য কাজ করছিল। সেসময় মাহবুবুর সেই বৈদ্যুতিক তারে জরিয়ে মাটিতে পড়ে যায়।

পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মাহবুবুর তিন ছেলে ও দুই মেয়ের জন্মদাতা।

স্থানীয়রা বলেন, বৈদ্যুতিক তারের সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বৈদ্যুতিক তার কিভাবে কখন জমিতে ছিড়ে পড়ে তা কারো জানা নেই। তারই ফলাফল স্বরূপ আজ মাহবুবুর রহমানকে জীবন দিতে হলো।

আরও খবর

                   

সম্পর্কিত