সুনামগঞ্জ প্রতিনিধি: আবুহায়াত আহমেদ ২৪ জুন ২০২৪ , ৭:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ
ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চরম বিপাকে সুনামগঞ্জ মৎস্য চাষিরা। ভেসে গেছে ৮ হাজার পুকুরের ৪ হাজার টন মাছ। এগারো উপজেলাতে নষ্ট হয়েছে পাঁচ শতাব্দী মৎস্য।
এতে প্রায় ৭২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের।
সুনামগঞ্জ জেলা তরুণ উদোক্তা সোহেল রানা, পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে স্বপ্ন দেখেছিলেন মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাড়িয়েছে পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যা।
তিনি জানান ২০২২ সালের ভয়াবহ বন্যায় ভেসে যায় তার দশটি পুকুরের প্রায় ২৫ লাখ টাকার মাছ। সেই ক্ষতি পুষিয়ে উটার আগেই চোখের সামনে ভেসে যায় চারটি পুকুরের প্রায় ১৩ লাখ টাকার মাছ।
ঈদের রাতে কিছু বুঝে উটার আগেই পুকুর ও হাওরের পানি মিলে মিশে একাকার হয়ে যায় শান্তিগঞ্জ উপজেলা। মৎস্য চাষি মোহাম্মাদ সোহেল রানা নয় এমন অবস্থা বেশির ভাগ মৎস্য চাষির।
বরাদ্দ পেলে এই তালিকা অনুযায়ী ক্ষতি পুরণের আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকতা শামসুল করিম।
উল্লেখ্য যে, সুনামগঞ্জ এবার বন্যায় ভেসে গেছে ৮ হাজার পুকুরের ৪ হাজার টন মাছ, যার বাজার মুল্য প্রায় ৭২ কোটি টাকা।