প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ১১:৩৫:৫৯ প্রিন্ট সংস্করণ
আজ ২৩ জুন (রোববার) বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্টিত হয়।
অনুষ্টানে অংশ গ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের সুযোগ্য পুত্র গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ এমপি।
এছাড়াও আলোচনা সভা ও আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন সহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বিপ্লব সরকার বিল্লু এর নেতৃত্বেও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের ৭৫ তম জন্মবার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।