রাজনীতি

বেগম জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

  ষ্টাফ রিপোর্টার ২৩ জুন ২০২৪ , ৩:২৬:৫৩ প্রিন্ট সংস্করণ

বেগম জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
বেগম জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল (ছবি সংগৃহিত)

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

রোববার (২৩ জুন) আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা।

বেগম জিয়ার রোগ মুক্তির দোয়ায় অংশ নিতে সকাল থেকে ঢাকায় বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন।দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বাসায় থাকতে দেয়া হলেও, বেগম জিয়া অবরুদ্ধ, তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বারবার বলছে, দেশে তার চিকিৎসা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য উন্নত দেশের উন্নত হাসপাতাল দরকার।’এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন।৭৯ বছর বয়সী বেগম জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ নানা রোগে আক্রান্ত। গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত