খেলা

মারা গেলেন ফুটবল কিংবদন্তি পেলের মা

  স্পোর্টস ডেস্ক ২২ জুন ২০২৪ , ১:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

মারা গেলেন ফুটবল কিংবদন্তি পেলের মা
পেলে ও তার মা। (ছবি সংগৃহিত)

২০২২ সালে পেলে চলে যাওয়ার খবর তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত জানতেন না

মারা গেলেন ফুটবল কিংবদন্তি পেলের মা ২০২২ সালের ডিসেম্বর মাসের ২৯ তারিখ মারা গিয়েছিলেন পেলে। এর প্রায় দেড় বছর পর মারা গেলেন পেলের মা সেলেস্তে আরান্তেস। শুক্রবার স্থানীয় এক হাসপাতালে ১০১ বছর বয়সে মারা যান তিনি।

২০২২ সালে পেলে চলে যাওয়ার খবর তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত জানতেন না। তিনি গত ৫ বছর ধরে আলাদা জগতে ছিলেন। ৮ দিন আগে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

পেলে ফাউন্ডেশন থেকেও এক বিবৃতি দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, ”আজকে আমরা সবাই মর্মাহত। সেলেস্তিনহার মৃত্যুতে আমরা শোকাহত এই নামেই তার ছেলে তাকে ডাকতো। ডোনা সেলেস্তে একজন গর্বিত মা এবং আজীবন তাকে ভালোবাসা ও সম্মানের সহিত স্মরণ করা হবে।

তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

আরও খবর

                   

সম্পর্কিত