সারাদেশ

উমরাডাঙ্গী চ্যাম্পিয়ন্স লীগ- ২০২৪ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  দিনাজপুর প্রতিনিধি: আকাশ ২২ জুন ২০২৪ , ১০:০২:৩৫ প্রিন্ট সংস্করণ

উমরাডাঙ্গী চ্যাম্পিয়ন্স লীগ- ২০২৪ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
উমরাডাঙ্গী চ্যাম্পিয়ন্স লীগ- ২০২৪ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

স্বদিচ্ছা সামাজিক সংগঠন ও স্বদিচ্ছা কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে একটি ক্রিকেট ফাইনাল খেলার পাশাপাশি বৃক্ষরপণ করেছে । এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করছেন সমাজের সর্বস্তরের মানুষ।


খেলাধুলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণের উপকারিতা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে এমন আয়োজন করেছেন। গত মঙ্গলবার (১৮ জুন ২০২৪) খেলাটি উদ্বোধন করেন আলমগীর কবির (উপদৃষ্টা অত্র সংগঘনের) । খেলায় ২ উইকেটে বিরাশি বার্নারস্ কে পরাজিত করে জয় লাভ করেন ঝাড়বাড়ী কিংস্ ।

খেলা শেষে পুরস্কার বিতরণের পাশাপাশি খেলোয়াড়, আমন্ত্রিত অতিথিরা দেশ ও সমাজ গড়ার প্রত্যয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- আহাম্মেদ হোসেন বিপ্লব, উপজেলা চেয়ারম্যান,রাণিশংকৈল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এ. এস মোঃ রবিউল ইসলাম (সবুজ) সভাপতি, কেন্দ্রির কমিটি, বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,খেলা পরিচালক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে , বিনোদনের পাশাপাশি সমাজ ও দেশের সেবা এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। এটি একটি ভালো উদ্যোগ যুবসমাজকে আকৃষ্ট করার জন্য খেলাধুলা তেমনি সামাজিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ জরুরি।
বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামিম হোসেন বিশ্বাস বলেন, আমরা মানুষের স্বার্থে দেশের স্বার্থে পূর্বে থেকে সামাজিক কাজগুলা করে আসছি এবং ধারাবাহিকভাবে করে যেতে চাই, আজ আমরা বৃক্ষ রোপন করেছি আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে প্রতিটি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজে গিয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ করে আসবো।

আরও খবর

                   

সম্পর্কিত