অনলাইন ডেস্ক ২১ জুন ২০২৪ , ৬:৩৫:১৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, আকস্মিক এই বন্যায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাত লাখ ৭২ হাজারের বেশি শিশু। তাদের জরুরি সহায়তার প্রয়োজন।
শুক্রবার (২১ জুন) গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। বিবৃতিতে তিনি বলেন, বন্যার পানি বাড়লে শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। ডুবে মারা যাওয়া, অপুষ্টি ও মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া, বাস্তুচ্যুতির আতঙ্ক এবং জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে শিশুরা।
অতি ভারী বর্ষণ ও উজানের ঢলে গত মাসের শেষ সপ্তাহে আকস্মিক বন্যা কবলিত হয়ে পড়ে সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। সপ্তাহখানেকের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তবে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ফের অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে উজানের ঢল নামলে ফের বন্যায় আক্রান্ত হয় এলাকাটি। এবারে সিলেটে ঈদুল আজহাও কেটেছে পানিতে নিমজ্জিত অবস্থায়।
সবশেষ তথ্য বলছে, আজ শুক্রবারও (২১ জুন) সুরমা ও কুশিয়ারা নদীর সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট জেলা প্রশাসনের তথ্য বলছে, ১০ লাখের বেশি মানুষ এখন বন্যায় আক্রান্ত। এর মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন ২৫ হাজার ২৭৫ জন।