খেলা

জয় দিয়ে কোপা শুরু মেসির

  স্পোর্টস ডেস্ক ২১ জুন ২০২৪ , ১১:০১:২০ প্রিন্ট সংস্করণ

জয় দিয়ে কোপা শুরু মেসির
জয় দিয়ে কোপা শুরু মেসির। (ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ১২০০ পাকিস্তানি)

কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার রেকর্ড যৌথভাবে ছিল লিওনেল মেসি ও চিলির সাবেক গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের। আজ (শুক্রবার) মাঠে নেমেই কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। একইসঙ্গে তিনি প্রথম কোনো আলবিসেলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসরে খেলছেন। এমন মাইলফলক ছোঁয়া ম্যাচটি মেসি আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে। তবে তার জোড়া অ্যাসিস্টেই কানাডাকে হারিয়েছে আর্জেন্টিনা। ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

আজ (২১ জুন) ভোরে আর্জেন্টিনা-কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। আটালান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নেমেও শুরুটা ছন্দে হয়নি লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তুলনামূলক সহজ প্রতিপক্ষের কাছে সুযোগ পেয়েও গোল বঞ্চিত হয়েছে একাধিকবার। তাই ম্যাচের প্রথমার্ধে গোলের খাতা শূন্য রেখেও শেষ করতে হয়েছে।

ম্যাচের শুরুটা থেকেই কানাডাও আক্রমণ করে গেছে। দ্বিতীয় মিনিটেই দলটির বড় তারকা আলফনসো ডেভিসের শট আটকে দেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। এর মিনিট তিনেক পর আর্জেন্টিনাও আক্রমণে যায়। যদিও গোলরক্ষককে একা পেয়েও জালের দেখা পাননি আঙ্গেল ডি মারিয়া। আবার ওদিকে গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো’র পায়ে লেগে আর্জেন্টাইনদের লিড নেওয়ার বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়।

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। ২৬ জুন বাংলাদেশ সময় ভোর ৭টায় মুখোমুখি হবে দুদল।

আজ স্টেডিয়ামে লিওনেল মেসি পা রাখার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে ফেলেন। কোপা আমেরিকায় তিনি প্রথম কোনো আলবিসেলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসর খেলছেন।

আরও খবর

                   

সম্পর্কিত