খেলা

সুপার এইটে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান

  স্পোর্টস ডেস্কঃ ১৭ জুন ২০২৪ , ১২:৫২:০৯ প্রিন্ট সংস্করণ

সুপার এইটে বাংলাদেশ,প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান
সুপার এইটে বাংলাদেশ,প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান। (সংগৃহিত ছবি)

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চার আসরে ‘সুপার এইট’ ফরম্যাট রাখলেও পরের চার আসরে তা রাখেনি আইসিসি। তবে এবারের আসরে আবারও পুরনো ফরম্যাটে ফিরে গিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।সেই ফরম্যাটে শেষ দল হিসেবে সুপার এইটে উঠল বাংলাদেশ।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার  কাছে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে নাম লেখানোর কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল টাইগাররা। আজ নেপালের বিপক্ষে ২১ রানের জয়ের মাধ্যমে যা পূর্ণতা পেল।

চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে বাংলাদেশ ডি গ্রুপের দ্বিতীয় নম্বর দল হিসেবে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। পরের ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। এরপর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

এদিকে বিশ্বকাপের প্রথম আসরেই সুপার এইটে খেলে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন আসরে গ্রুপ পর্বের বাধাও টপকাতে পারেনি।     

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২১ জুন সুপার এইট পর্ব শুরু হবে সাকিব-শান্তদের। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। পরদিন রাত সাড়ে ৮টায় একই মাঠে ভারতের বিপক্ষে পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা। 

আর ২৫ জুন সুপার এইটে শেষ ম্যাচ বাংলাদেশের। ওইদিন সেন্ট ভিনসেন্টে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

আরও খবর

                   

সম্পর্কিত