সারাদেশ

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৫৫

  অনলাইন ডেস্কঃ ১৭ জুন ২০২৪ , ১২:২৭:২১ প্রিন্ট সংস্করণ

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৫৫
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৫৫। (সংগৃহিত ছবি)

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে ৫৫ জন আহত হয়েছেন। আহত এসব ব্যক্তিরা সোমবার (১৭ জুন) বেলা সোয়া ১১টা পর্যন্ত সময়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। হাসপাতালের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোরবানি দিতে গিয়ে রাজধানী বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় আমাদের এখানে ৫৫ জন এসেছেন। সবাইকে সেলাই ও চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আমরা এখনো কাউকে ভর্তি দিইনি। বেশিরভাগ রোগী কাটাছেঁড়ার।

সোমবার (১৭ জুন) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ বলেন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা মধ্যে আনুমানিক ৩৫ জনের বেশি কোরবানির পশু জবাই ও গোস্ত কাটতে গিয়ে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে মৌসুমি কসাইয়ের সংখ্যা বেশি। আহতের সংখ্যা দিনভর আরও বাড়তে পারে।

এদিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে গরু কাটার সময় নাজিম নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, গরু জবাইয়ের সময় হুজুরের ছুরি দ্বারা তার হাতের অনেকাংশে কেটে যায়।

এদিকে রাজধানীর মালিবাগ, ওয়ারী, কমলাপুরসহ বিভিন্ন এলাকা থেকে গরু কোরবানি দেওয়ার সময় আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

আরও খবর

                   

সম্পর্কিত