আন্তর্জাতিক ডেস্ক ১৪ জুন ২০২৪ , ১১:৩১:১২ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে চীনের এক নারী সাংবাদিক গাও ইউ’য়ের কারাদণ্ড বহাল রেখেছে আদালত।
তবে আদালত জানান, ৭১ বছর বয়সী গাওয়ের সাজার মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড ও তার সহযোগী ৪০ বছর বয়সী ওয়াং জিয়ানবিংকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গ্রেপ্তারের পর থেকেই সোফিয়াকে নির্জন কারাগারে বন্দি রাখা হয়েছিল। দীর্ঘ কয়েক মাস বিনাবিচারে আটক থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিচার কার্যক্রম শুরু হয়। প্রায় ১০ মাসের বিচারকার্য শেষে শুক্রবার রায় দেওয়া হয়।
সোফিয়া চীনের #মি টু আন্দোলনে অন্যতম কণ্ঠস্বর ছিলেন। তিনি চীনে বিভিন্ন ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের সম্পর্কে যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করেছেন। নিজেও চীনা সংবাদকক্ষে যে দুর্ব্যবহার ও বৈষম্যের মুখোমুখি হয়েছেন, সে সম্পর্কেও কথা বলেছেন।
এদিকে চীনা কর্তৃপক্ষ স্পষ্ট করেনি যে দুজনকে কীভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যদিও বিচারে রুদ্ধদ্বার শুনানি হয়েছে। এছাড়া ২০২২ সালে বিবিসি আই তদন্তে দেখা গেছে, দুজনকেই নির্জন কারাগারে রাখা হয়েছিল, যা ‘ব্ল্যাক জেল’ নামে পরিচিত গোপন স্থান।
এদিকে দুজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়াকে ‘ উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।