অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৪ , ১১:০৬:২১ প্রিন্ট সংস্করণ
এই আম এবারও যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে যাবে বিদেশেও
জিআই পণ্য স্বীকৃত রংপুরের হাঁড়িভাঙা আম এবছর ২০ জুন থেকে বাজারে আসছে।
এই আম এবারও যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে যাবে বিদেশেও। এরইমধ্যে মালয়েশিয়া, নেপাল ও মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশ থেকে ৩০ কোটি টাকার আমের অর্ডার এসেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর রংপুরে ১৯৩৫ হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ করা হয়েছিল। যা গত বছরের চেয়ে ৩০ হেক্টর বেশি। তবে এবার আবহাওয়া অনুকূল না থাকা, বৃষ্টি না হওয়া, দাবদাহসহ নানা কারণে প্রত্যাশিত ফলন হয়নি।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, “আমের ফলন এবার গতবারের চেয়ে সামান্য কম হওয়ার পরেও প্রায় ৩২,০০০ মেট্রিক টন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, “আম বিক্রি ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমচাষি, কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ২০ জুন থেকে হাড়িভাঙা আম বাজারে আসবে। কারণ, অন্যান্য আমের চেয়ে হাড়িভাঙা পরিপক্ব হতে একটু বেশি সময় লাগে।”
জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, সরাসরি বাগান থেকে যাতে আম কিনতে পারে সে জন্য বিভিন্ন এলাকা থেকে আসা আমের পাইকারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। টাকা লেনদেনের জন্য বিভিন্ন ব্যাংকের বুথ খেলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে।