অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৪ , ২:৪৩:৪৬ প্রিন্ট সংস্করণ
ঈদের ছুটিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ফলে গাড়ির চাপ বেড়েছে ২১ জেলার প্রবেশদ্বার পদ্মা সেতুতে। সেতুর টোল প্লাজায় সাতটি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে; তারপরও আটকানো যাচ্ছে না গাড়ির চাপ। বিশেষ করে মোটরসাইকেলের লেনে দীর্ঘ সারি দেখা গেছে।
সড়ক ও রেল উভয় পথে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। যানবাহনের লাইন মাওয়া টোল প্লাজা থেকে ৩ কিলোমিটার দূরে শ্রীনগর ছাড়িয়ে গেছে।
ভোর থেকেই সারি সারি যানবাহনের লাইন দীর্ঘ হয়। তবে বেলা বাড়ার পর অন্য যান সামাল দিতে মোটরসাইকেল বুথ আবার একটিতেই নামিয়ে আনা হয়।
পরিস্থিতি সামল দিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? জানতে চাইলে মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর এসএম জিয়াউল হায়দার বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন সব চেষ্টাই চলছে। তবে ঈদের আগেরদিন একসঙ্গে বেশি যানবাহনের কারণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।