প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ৩:১৩:৫৫ প্রিন্ট সংস্করণ
চিত্রনায়ক বাপ্পারাজ
এখন সবাই শাকিব খান কেন্দ্রিক সিনেমা বানাতে চায়।
সবাই শিউর শট খেলতে চায়। শাকিবের সিনেমা বানালেই ব্যবসাসফল। এই যে রায়হান রাফি, যে নিজ নামে পরিচিত হয়েছিল। সেও শাকিব খানের দিকে ভিড়ে গেল। ওই সিনেমা হিট হলে নাম হবে শাকিব খানের। সবাই বলবে শাকিবের সিনেমা হিট। তখন কিন্তু কেউ বলবে না রায়হান রাফির সিনেমা।
পরিত্রাণের উপায় যদি বলেন, তাহলে তো বলতেই হয় শাকিব খানকে সিনেমা ছেড়ে দিতে হবে। তখন বাংলাদেশের চলচ্চিত্র ডুবে যাবে। আর ডুবে গেলেই উপায় খুঁজে পাবে মানুষ।’