সুনামগঞ্জ প্রতিনিধি ১৪ জুন ২০২৪ , ৮:০৫:১৮ প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা বড়ছড়া গ্ৰামে ঘরে ঘরে চলছে অনলাইন জুয়া খেলার প্রতিযোগিতা এতে করে আতংকিত এলাকাবাসী ও অভিভাবকরা।
তাহিরপুরের অনেক এলাকার হাটে বাজারে 1x bet সহ বিভিন্ন ধরণের অনলাইন জোয়া খেলায় মানুয় আসক্ত।
এই অনলাইন জুয়ার টাকা যোগাড় করতে উঠতি বয়সী তরুণীরা বেছে নিচ্ছে ছিনতাই চাঁদাবাজি সহ মাদক ব্যবসায়। সুনামগঞ্জ শহরের তাহিরপুর উপজেলা হু হু করে ব্যাবহারকারীর সংখ্যা বাড়ছে।
আসক্তরা জানান তাহিরপুরের বড়ছড়া জয় বাংলা বাজারে দুজন এজেন্ট এর মাধ্যমে ছড়ান এই সর্বনাশ জোয়া যারা বিকাশ ফ্লেক্সিলোড এর পাশাপাশি অনলাইন জোয়া টাকা উইথড্র করছেন।
তাহিরপুর উপজেলা তাদের মধ্যে একজনের কাছ থেকে জানা যায় যে সে এ অনলাইন জোয়ার নেশায় পরে নানার রকমের কথা বলে মানুষের কাছ থেকে প্রায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেন।
তিনি আরো বলেন যে, প্রায় আনুমানিক ২০-৩০ লাখ টাকা তার ঋণ।
মানুযের টাকার জন্য আসলে তিনি আগে বলতেন কিছু একটা কাজ করে তাদের টাকা পরিশোধ করবেন। তার পর কয়েক মাস চলে গেলে মানুষ এসে শুনেন এই যুবকের আর কোনো খুঁজ নেই।
তখন কিছু মানুষের কাছ থেকে জানা যায় ঋণ পরিশোধ না করতে পাড়ায় তিনি চলে যান কোনো এক জায়গায়, এখনো তার কোনো সন্ধান পান নি তারা।
এই জোয়ার কারণে অনেক তরুণরা তাদের পরিবার উপর অত্যাচার ও জুলুম করে যাচ্ছেন প্রতিনিয়তো।
আবাল থেকে বৃদ্ধ, ছাত্র থেকে ব্যাসায়ী সকলেই খেলছেন এই জোয়া।
তবে এই অনলাইন জুয়ার সঙ্গে জরিয়ে পরেছে দিন মজুর ভ্যান চালক সহ যানবাহন চলাচল ড্রাইভারগণ।
বড়ছড়া এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে স্থানীয় জনগণ ও অভিভাবকরা যেন তাদের সন্তানদের কাছে জিম্মি!
এই অনলাইন জুয়ার থেকে এলাকার যুবকদের বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্ম কান্ড থেকে বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চাচ্ছেন তাদের পরিবার।