অনলাইন ডেস্ক ১৩ জুন ২০২৪ , ৮:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ
ফের টানা বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে সিলেট নগরী। জলমগ্ন হয়ে পড়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর নিচু এলাকা। স্রোতে ভেসে প্রাণ হারিয়েছে এক শিশু। এ নিয়ে এক মাসের ব্যবধানে তৃতীয় দফায় জলাবদ্ধ হলো সিলেট।
ফের বন্যার শঙ্কায় ৫৫১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আগাম বন্যার সতর্কতা দিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটে ৫৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত আরও বেশি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর সিলেটের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) মাত্র ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ভারী বর্ষণ হয়। এতে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আরও ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে সিলেট আবহাওয়া অফিস।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে বুধবার সন্ধ্যায় ১১.৬০ মিটার ও ৯.৫৮ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার দুপুর ৩টায় ১২.৫৬ মিটার ও ১০.৩০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর লুবা নদীর লুবা ছড়া, সারি নদীর সারিঘাট ও ডাউকি নদীর জাফলং পয়েন্ট দিয়ে বুধবার সন্ধ্যায় ১১.৯০, ১০.২০ ও ৯.২৯ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার দুপুরে ১২.৯২, ১১.৩৬ ও ১০.১১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু নির্ভর করে আবহাওয়ার ওপর। সার্বিক পর্যালোচনায় মনে হচ্ছে বন্যা হয়ে যেতে পারে। আগাম বন্যার শঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তরকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি। সবধরণের প্রস্তুতি নিয়ে রাখছি। সেই সঙ্গে ৫৫১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেগুলো ২৯ মে বন্যার সময় প্রস্তুত করা হয়।