প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ২:৪০:৪৪ প্রিন্ট সংস্করণ
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ।
হঠাৎ করে ছন্দ হারায় টাইগার ব্যাটাররা। শুরুটা হয় জাকিরকে দিয়ে। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার কিছুক্ষণ পরই সাজঘরের পথে ফিরেছেন তিনি,প্রথম ঘণ্টায় উইকেট না হারানোর স্বস্তি নিয়ে ভালো সেশনের আশাই ছিল বাংলাদেশের। পরের এক ঘণ্টায় তিন উইকেট হারিয়ে ফেলে তিনটা।
শুরুটা হয় জাকিরকে দিয়ে। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার কিছুক্ষণ পরই সাজঘরের পথে ফিরেছেন তিনি। জয়ের মতো জাকিরও আউট হয়েছেন ভেতরে ঢোকা বলে। ৮ চারে ১০৪ বল খেলে ৫৪ রান করেছেন জাকির। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরেন ১১ বলে ১ রান করে। প্রবাথ জয়াসুরিয়ার বলে মিডউইকেটে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। লিটন, সাকিবও এদিন নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়।
৫ দিনের টেস্টে কোনো দলের তুলনায় ২০০ বা তারচেয়ে বেশি লিড পেলেই একটি দল তার প্রতিপক্ষকে ফলোঅনে পাঠাতে পারে। সেই হিসেবে ৫৩১ রান করা শ্রীলঙ্কার বিপক্ষে ফলো-অন এড়াতে বাংলাদেশের দরকার ৩৩১ রান। এই পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫৫।