খেলা

জয় দিয়ে আশা বাচিয়ে রাখলেন পাকিস্তান

  অনলাইন ডেস্ক ১২ জুন ২০২৪ , ১:৫২:১৮ প্রিন্ট সংস্করণ

জয় দিয়ে আশা বাচিয়ে রাখলেন পাকিস্তান
জয় দিয়ে আশা বাচিয়ে রাখলেন পাকিস্তান (ছবি সংগৃহিত)

বিশ্বকাপে টিকে থাকতে জয়ের কোন বিকল্প ছিলনা পাকিস্তানের সামনে। পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর দাপুটে পারফরম্যান্স উপহার দিল বাবর আজমের দল।

কানাডাকে হারিয়ে সুপার এইটে ওঠার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কানাডাকে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে কানাডা। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

মোহাম্মদ আমিরের সঙ্গে নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফের গতির সামনে দাঁড়াতেই পারলেন না কানাডার ব্যাটাররা। সবাই যখন সাজঘরে ফিরে যাওয়ার মিছিলে তখন এক প্রান্ত আগলে রেখে অ্যারন জনসন খেললেন ৫২ রানের দুর্দান্ত। তার এমন ইনিংসে কেবল দলের রানই একশ পেরিয়েছে কানাডার। ম্যাচ না জিতলেও বিশ্বের অন্যতম সেরা পেস ইউনিটের বিপক্ষে এমন ইনিংস খেলে বেশ খুশি জনসন।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে জনসন বলেন, ‘আমার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে এটি এখন পর্যন্ত আমার সেরা ইনিংস। ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সময় আপনি জানেন, পাকিস্তানে একটি জিনিস আছে, দারুণ ফাস্ট বোলিং আক্রমণ। সেখানে নিজ দলের জন্য একটা ভালো সংগ্রহ এনে দিতে পারা, আমি মনে করি আমার সেরা দুই ইনিংসের একটি।

বল যদি আমার নাগালের মধ্যে থাকে তাহলে সতীর্থ, কোচরা আমাকে নিজের সব শটস খেলার স্বাধীনতা দিয়ে রেখেছে। তো একবার ছন্দ পেয়ে গেলে আমি জানতাম তারা লেংথ টেনে দেবে কারণ তারা দেখেছে আমি রান করছি। তাই আমার জন্য বিষয়টা ছিল যত সম্ভব লম্বা ব্যাটিং করা।

জনসনের ৫২ রানের ইনিংসের পরও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের বেশি তুলতে পারেনি কানাডার। সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো তাদের। তবে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া কানাডা নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

আরও খবর

                   

সম্পর্কিত