অপরাধ

সিএমপির অভিযানে সাজা পরোয়ানাভুক্ত:গ্রেফতার ২

  চট্টগ্রাম প্রতিনিধি ১২ জুন ২০২৪ , ১১:০৬:২১ প্রিন্ট সংস্করণ

সিএমপির অভিযানে সাজা পরোয়ানাভুক্ত:গ্রেফতার ২
সিএমপির অভিযানে সাজা পরোয়ানাভুক্ত:গ্রেফতার ২

সিএমপির কোতোয়ালী ও পাঁচলাইশ মডেল থানার অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুইজন আসামি গ্রেফতার।

১১/০৬/২৪ খ্রি. কোতোয়ালী থানার বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন সঙ্গীয় এএসআই দিদার ও এএসআই মোঃ ইসমাঈলের সহায়তায় সিআর মামলা নং- ৪১৩/২২ (কোতোয়ালী) সংক্রান্তে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ আজাদ মিয়াকে থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।

একই দিনে পাঁচলাইশ মডেল থানার এসআই মোঃ নুরুল আমিন, এএসআই সোহেল আহমেদ, এএসআই তোজাম্মল হোসেন, এএসআই অমির কান্তি দে ও এএসআই ইমরুল চৌধুরী সঙ্গীয় নারী পুলিশ সদস্যের সহায়তায় পাঁচলাইশ থানাধীন আতুরারডিপো জাঙ্গালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ২৮৯৭/২২, সিআর- ৯৪/২২, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ সংক্রান্তে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি রেজিয়া বেগমকে গ্রেফতার করেন।

আরও খবর

                   

সম্পর্কিত