অপরাধ

রাজধানীতে রাতের বেলা ছিনতাইয়ের প্রস্তুতি, আটক ৫ জন

  স্টাফ রিপোর্টার ১১ জুন ২০২৪ , ১২:২২:৩৯ প্রিন্ট সংস্করণ

রাজধানীতে রাতের বেলা ছিনতাইয়ের প্রস্তুতি, আটক ৫ জন
সংগৃহিত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১০ জুন) রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান নবীনগর হাউজিং ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বিল্লাল হোসেন (২৩), ইয়াসিন আরাফাত (১৮), রাব্বি (২০), বিল্লাল হোসেন (২২) ও রামীম হোসেন (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান।

পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যার পর মোহাম্মদপুর ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল চারজন। এসময় তারা পুলিশ দেখে পালাাতে চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়াও পৃথকভাবে একই দিন সন্ধ্যার পর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরও খবর

                   

সম্পর্কিত