বিনোদন

কোকের বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলেন শিমুল শর্মা

  বিনোদন ডেস্ক ১১ জুন ২০২৪ , ১১:৫০:০১ প্রিন্ট সংস্করণ

কোকের বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলেন শিমুল শর্মা
সংগৃহিত ছবি

কোমল পানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কোকাকোলা ইসরায়েলের একটি কোম্পানি-এমন একটি প্রচলিত কথা দেশের সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টি নিয়ে কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটা ইসরায়েলি কোম্পানি নয়। বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়। 

সারাদেশে সাধারণ জনগণ কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন।

বিতর্কিত বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবনের পাশাপাশি শিমুল শর্মা। বিজ্ঞাপনের শেষ সংলাপটি হলো একটা চুমুক দেন- তারপর সার্চ দেন। অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন-এমনই বক্তব্য

এরপরই নেটিজেনদের সমালোচনার কবলে পড়ে বিজ্ঞাপনটি। আর তাতেই কোকাকোলা বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনের অভিনয়শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা।অবশেষে বয়কটের তোপের মুখে পড়ে বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেন শিমুল

তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আমি আর ভবিষ্যতে কোন কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো।

কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি বয়কটের ডাক দেওয়ার পরে শিমুল শর্মা তার ফেসবুক পেজ ডিএক্টিভেট করে রেখেছিলেন। এরপর আজ (১১ জুন) সকালে পেজ পাবলিশ করে বিজ্ঞাপনে বিষয়ে পোস্ট করেছেন। 

উল্লেখ্য, জনপ্রিয় ইউটিউব ভিত্তিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ‘নোয়াখালীর শিমুল’ নামের একটি চরিত্র অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছেন শিমুল শর্মা।