বিনোদন ডেস্ক ১১ জুন ২০২৪ , ১০:২৯:২৬ প্রিন্ট সংস্করণ
পদাতিকের ছবির প্রচার-প্রোডাকশনের মাঝেই ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ নতুন ছবির শুটিং শুরু করেছেন সৃজিত মুখোপাধ্যায়। শুটিংয়ের প্রথমদিন ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি।
সোমবার শুটিংয়ের প্রথমদিনই ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েন এ বর্ষীয়ান অভিনেতা। তার ওপর আচমকাই ভেঙে পড়ে কাঁচ। সারা শরীর রক্তাক্ত, জামা ভিজে রক্ত বইছিল, তড়ঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আরও পড়ুন-দীপিকার গর্ভে ভগবান। ভিলেন শাশ্বতর হাত থেকে তাকে রক্ষার জিম্মা অমিতাভের, প্রকাশ্যে কল্কি এডির ট্রেলার।
বাংলা থিয়েটার জগতের অতি পরিচিত মুখ ফাল্গুনী চট্টোপাধ্যায়। আজকাল ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেন। আরও একটি পরিচয় রয়েছে তার, অভিনেতা আবির চট্টোপাধ্য়ায় তার সুযোগ্য ছেলে। বাবার আহত হওয়ার খবর বন্ধু পরমব্রত মারফত পান আবির। সৃজিতের এই ছবির অংশ পরমব্রত। তিনিও ওই সময় সেটেই ছিলেন। ওই সময় জিমে ছিলেন আবির, তড়িঘড়ি পৌঁছান হাসপাতালে।
‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর সেট থেকে রীতিমতো পাঁজাকোলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে। তার ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে, চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন স্নান করতে নিষেধ করেছেন। দেওয়া হয়েছে বিশ্রামের পরামর্শ
সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে ফাল্গুনী ছাড়াও রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায় ,সৌরসেনী মৈত্র সহ আরও অনেকে।
শুটিং শুরুর আগে ১০ দিনের কর্মশালার আয়োজন করেছিলেন সৃজিত। টুয়েলভ অ্যাংরি ম্যান দ্বারা অনুপ্রাণিত এই ছবির গল্প ১২ জন আইনজীবীর। একটি খুনের মামলা ঘিরে নিজেদের মধ্যে বিবাদ। যেখানে মিলে যায় কল্পনা আর স্বপ্ন। সেই রকম এক স্বপ্নের দৃশ্য শ্যুটেই এই দুর্ঘটনা। কলকাতা ছাড়াও শ্যুটিং হবে হাওড়া ও মন্দারমণিতেও।