বিনোদন

নিজের নামে গরুর নাম, জায়েদ বললেন ‘সমস্যা নেই’

  বিনোদন ডেস্ক ৯ জুন ২০২৪ , ১১:২১:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজের নামে গরুর নাম, জায়েদ বললেন ‘সমস্যা নেই’
সংগৃহীত ছবি

আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। এরই মধ্যে জমে উঠেছে পশু বিক্রির হাট।কয়েক বছর ধরে খেয়াল করা যাচ্ছে, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা বিভিন্ন তারকার নামে রাখছেন কোরবানির গরুর নাম।

এর মধ্যে উল্লেখযোগ্য বিনোদন জগতের তারকাদের নাম। এবারো তার ব্যতিক্রম হয়নি। তবে এই তালিকায় রাজত্ব করছে জায়েদ খান। প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদে খান এর নামে। বিষয়টি নিয়ে মুখ খুললেন তারকা।

সংবাদমাধ্যমকে জায়েদে খান বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম করতে চায়, লাভবান হয়, তাহলে করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

আরও খবর

                   

সম্পর্কিত