সারাদেশ

দেবহাটায় কেটিএস ক্লাবের ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান

  দেবহাটা প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ১০:৪৯:২৩ প্রিন্ট সংস্করণ

দেবহাটায় কেটিএস ক্লাবের ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান
দেবহাটায় কেটিএস ক্লাবের ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান

দেবহাটায় কোঁড়া তরুন সমাজ (কেটিএস) ক্লাবের নতুন ভবনের উদ্বোধন ও নবনির্বাচিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকাল ৪টায় কোঁড়া তরুন সমাজের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ¦ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আল-ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, সমাজসেবক সোলায়মান হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সদস্য আব্দুল্লাহ, রুহুল আমিন, আবু বক্কার, মাসুম, ইমরান, রনি, মুন্না, তানভীর, মাশরাফি, আজমির, তানজিরুল, নাছিম, নাঈম সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ যে, ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজের অবহেলিত মানুষের বিভিন্ন সহযোগীতা, রাস্তা সহ যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও আত্নসামাজিক বিভিন্ন সেবামূলক কাজে বাস্তবায়ন করে আসছে। এর আগে অতিথিগন একই এলাকায় নব-নির্মিত সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করেন।

আরও খবর

                   

সম্পর্কিত