স্পোর্টস ডেস্ক ৮ জুন ২০২৪ , ৪:৩৩:১৩ প্রিন্ট সংস্করণ
ব্রাজিলের বর্ণাঢ্য ফুটবল ইতিহাসে কয়েকটি নাম অবধারিতভাবেই আসবে। তারা হলেন পেলে, রিভেলিনো, জিকো, রাই, রিভালদো, রোনালদিনিও, কাকা ও নেইমার।
ব্রাজিলের কিংবদন্তি হওয়ার পাশাপাশি এই নামগুলোর মধ্যে আরও একটি মিল আছে। সেটা সবার জার্সি নম্বর ছিল ১০।
কোপা আমেরিকা দিয়ে এন্দ্রিকের বড় মঞ্চ যাত্রা শুরু হবে। সেখানেও আবার খেলবেন নাম্বার ৯ জার্সিকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া ‘গ্রেট’ রোনালদোর জার্সি পড়ে। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে চার ম্যাচ খেলা এন্দ্রিকের জন্য যা বেশ বড় ব্যাপারই। গত মার্চে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে টানা দুই ম্যাচে গোল করে আলোচনায় আসেন এই তরুণ ফুটবলার। ১০ নম্বর জার্সি পরে রদ্রিগো আগেও খেলেছেন।
নেইমারের অবর্তমানে বিশ্বকাপ বাছাই এবং প্রীতি ম্যাচে এই জার্সি উঠেছিল রদ্রিগোর পিঠে। কিন্তু, কোপার মতো বড় টুর্নামেন্টে এই প্রথম ১০ নম্বর জার্সি পরে খেলবেন রদ্রিগো। এর আগে রদ্রিগো বলেছিলেন,নেইমার নিজেও নাকি চান তাঁর অবসরের পর ১০ নম্বর জার্সিটা রদ্রিগোই পরুন। কে জানে, নেইমারের অবসরের আগেই সে ধারা শুরু হয়ে গেল কি না!