বিনোদন

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই কনস্টেবলকে লাখ রুপি পুরস্কার ঘোষণা

  বিনোদন ডেস্ক ৮ জুন ২০২৪ , ১২:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই কনস্টেবলকে লাখ রুপি পুরস্কার ঘোষণা
সংগৃহীত ছবি

চণ্ডীগড় বিমানবন্দরে ভারতের নবনির্বাচিত বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড় মেরে গ্রেপ্তার হওয়া সেই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরের জন্য পুরস্কার ঘোষণা করেছে এক ব্যবসায়ী।

ব্যবসায়ী জানান,থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত কনস্টেবলকে ১ লাখ রুপি পুরস্কার দেবেন। এই নিয়ে শুরু হয়েছে ফের আলোচনা।

শুধু তাই নয়, একটি ভিডিও শেয়ার করে কুলবিন্দরকে কুর্নিশও জানান ওই ব্যবসায়ী। পাশাপাশি পাঞ্জাবের সংস্কৃতি এবং মানুষের ভাবাবেগকে বাঁচানোর জন্য ওই সিআইএসএফের কনস্টেবলের প্রশংসাও করেন তিনি।

জানা গেছে, কপুরথালায় কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি এই ব্যক্তি।

আরও খবর

                   

সম্পর্কিত