অপরাধ

রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

  প্রতিনিধি ৭ জুন ২০২৪ , ৪:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

বৃহস্পতিবার রাতে সুপার ওভার থ্রিলারে আমেরিকার বিপক্ষে হেরেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান।

আজ শুক্রবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল দলটির পাক পেসার হারিস রউফের বিরুদ্ধে।

রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের খেলোয়াড় রাস্টি থেরন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে থেরন লিখেন,”আইসিসি,পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আঁচড়ে ছালচামড়া তুলে ফেলাটা কি আমরা দেখিনি এমন ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে!”

এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি যুক্তরাষ্ট্র। তবে এমন অভিযোগ বেশ গুরুতর। 

আরও খবর

                   

সম্পর্কিত