প্রতিনিধি ৩১ মার্চ ২০২৪ , ৪:০০:৫৮ প্রিন্ট সংস্করণ
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার ‘দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ সভায় এ কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
দেশের বাজারে উচ্চমূল্যসহ সঙ্কট তৈরি হওয়ায় ভারত থেকে মোট ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া হাতে নেয় সরকার। এরই অংশ হিসেবে আজ আসছে আমদানির প্রথম চালান।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন ভারত থেকে আজ রাতের মধ্যেই প্রথম চালানে ১৬৫০ টন পেঁয়াজ আসবে। পেঁয়াজ যেহেতু পচনশীল পণ্য, তাই ট্রেনে করে প্রথম চালানে এই পেঁয়াজ আনা হচ্ছে। পর্যায়ক্রমে আরও পেঁয়াজ আনা হবে।
বর্তমানে বাজারে ৬০ থেকে ৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে নতুন আমদানি করা পেঁয়াজ টিসিবির মাধ্যমে ৪০ টাকা কেজিতে ওপেন সেল করা হবে ।
রমজানের প্রথম দিনের চেয়ে ২০তম রোজায় বিভিন্ন ভোগ্যপণ্যের দাম তুলনামূলক কম উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু বলেন, অধিকাংশ পণ্যেই দাম অনেক কমে সব নিত্যপণ্যের যথেষ্ট মজুত রয়েছে দেশে। তাই আশা করছি সামনেও বাজার স্বাভাবিক থাকবে। কোনোভাবেই বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করতে দেওয়া হবে না।