দেবহাটা প্রতিনিধিঃ ইব্রাহীম হোসেন ৬ জুন ২০২৪ , ৩:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ
দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সেলিম উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দীন আহম্মেদ,ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহিনা আক্তার, স্থানীয় সমাজসেবক মোনাজাত আলী গাজী, আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল।
উদ্বোধনীয় খেলায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়। পরে এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী ৮ জুন কোয়ার্টার ফাইনাল, ৯ জুন সেমি ফাইনাল, ১০ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে