ষ্টাফ রিপোর্টার: মোঃ আসিফুজ্জামান আসিফ ৪ জুন ২০২৪ , ৪:৪৫:০১ প্রিন্ট সংস্করণ
সার্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। একইসঙ্গে কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।
মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে কোনো ক্লাস হয়নি। পাশাপাশি বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রম।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা থেকেই শিক্ষকরা কর্মবিরতিতে যান। শিক্ষকদের কর্মবিরতি চলেছে দুপুর ১টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিন্নাত হুদা বলেন, আমরা আজ সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। প্রত্যেক শিক্ষক তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন। কলা ভবনের মূল ফটকে আমরা অবস্থান কর্মসূচিও পালন করেছি। বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এই অবস্থান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ঐক্য পরিষদ বেলা ১১টা থেকে কর্মবিরতি পালন শুরু করে এবং দুপুর ১টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলে।
তবে শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা এবং কর্মচারীদের কর্মবিরতিতে অতি জরুরি কার্যক্রম আওতামুক্ত ছিল। কর্মসূচি থেকে তারা সার্বজনীন পেনশনসংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবি জানান।