প্রতিনিধি ৩১ মার্চ ২০২৪ , ৩:২১:০১ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে চাঞ্চল্যকর ছয় বছরের গোপালগঞ্জে চাঞ্চল্যকর ছয় বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সবুজ’কে পটুয়াখালী জেলা হতে গ্রেফতার করেছে র্যাব-৬ সবুজ’কে পটুয়াখালী জেলা হতে গ্রেফতার করেছে র্যাব-৬।*
১। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা (৪০), গোপালগঞ্জ জেলার সদর থানাধীন উলপুর ইসলামপাড়া সাকিনস্থ জনৈক মঞ্জু খান এর মাছের ঘেরে কাজ করেন। গত ইং ২১-০৩-২০২৪ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় ভিকটিম ফাতেমা (০৬) এবং তার ছোট ভাই ফজলে রাব্বি (১০), সাং-উলপুর আদর্শ গ্রাম, থানা ও জেলাঃ গোপালগঞ্জ দ্বয় তাদের নিজ বাড়ীর পাশে খেলাধুলা করছিল। এ সময় আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা ভিকটিম ও তার ভাইকে খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে জনৈক মঞ্জু খান এর মাছের ঘেরে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাইকে ১০০ টাকা দিয়ে খাবার আনার জন্য দোকানে পাঠিয়ে দেয় এবং ভিকটিম ফাতেমা (০৬) কে উক্ত ঘেরের পাশে জনৈক মঞ্জু খান এর আম বাগানের ভিতরে নিয়ে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এমন নেক্কারজনক, জঘন্য ও ঘৃণিত ধর্ষণের বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প গোপালগঞ্জ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ধর্ষণের আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
৩। এরই ধারাবাহিকতায় ইং ২৭/০৩/২০২৪ তারিখ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার ধর্ষন মামলার পলাতক আসামীঃ- উত্তম ওরফে সবুজ গোমস্তা পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন দক্ষিন বিঘাই (তিতকাটি বাজারের পাশে) ০৪নং ওয়ার্ডস্থ তাহার নিজ বাড়ীতে অবস্থান করছে। সংবাদের পরিপেক্ষিতে আভিযানিক দলটি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা (৪০), পিতাঃ মৃতঃ রাধেশ্বর গোমস্তা, সাং-বড় বিঘাই, থানাঃ পটুয়াখালী সদর, জেলাঃ পটুয়াখালী কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ধর্ষণ এর সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।