প্রচ্ছদ

এমবাপ্পের খেলা দেখতে মুখিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো

  প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ১:০৫:১৫ প্রিন্ট সংস্করণ

এমবাপ্পের খেলা দেখতে মুখিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো
সংগৃহীত ছবি

বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের শৈশবের স্বপ্ন ছিল ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। অবশেষে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি।

‘একটি স্বপ্ন সত্যি হল’ — পোস্টটা এই লেখা দিয়েই শুরু করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ সোমবার (৩ জুন) রাতে এক পোস্ট দিয়ে নিশ্চিত করে, ৫ বছরের জন্য এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে তারা।ক্রিশ্চিয়ানো রোনালদো যে ক্লাবে খেলে নিজেকে কিংবদন্তি বানিয়েছেন সেই মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শৈশবের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই।

এমবাপ্পে ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর জানিয়েছেন। রিয়াল মাদ্রিদে সফরের ছবিগুলো পোস্ট করেছেন। যেখানে রোনালদোর সঙ্গে ছবিটাও রয়েছে। পোস্টে এমবাপ্পে লিখেছেন, ‘’স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে খুব খুশি এবং গর্বিত। আমি এখন কতটা রোমাঞ্চিত তা কেউ বুঝতে পারবে না। মাদ্রিস্তা, আপনাদের দেখার জন্য অপেক্ষার তর সইছে না এবং আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ।”

এমবাপ্পের এমন ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন তারকা ফুটবলাররা। বাদ যাননি তার আদর্শ রোনালদোও। এমবাপ্পের করা পোস্টের নিচে তাকে রিয়ালে স্বাগত জানিয়ে রোনালদো লিখেন,রোনালদো মন্তব্য করেছেন, ‘এখন আমার সময় (এমবাপ্পে) দেখার। বার্নাব্যুতে তোমার জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছি।’  

আরও খবর

                   

সম্পর্কিত