প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ১০:১১:১২ প্রিন্ট সংস্করণ
কয়েকদিন আগেই তাঁর বাড়ির ওপর হামলা করেছিল বিষ্ণোই গ্যাং। এবার অভিনেতার পানভেলের ফার্ম হাউজে তাঁকে বিয়ে করার দাবিতে অনড় এক তরুণী। খবর হিন্দুস্তান টাইমসের।
২৪ বছর বয়সী ওই তরুণীর দাবি, তিনি সালমান খানের অন্ধ ভক্ত। অভিনেতাকে বিয়ে করতে সেখানে হাজির হয়েছেন। যদিও তখন সেই বাড়িতে ছিলেন না সালমান। আম্বানিদের দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টিতে যোগ দিয়েছেন তিনি। ক্রুজে চড়ে বলিউডের অন্যান্য় তারকাদের সঙ্গে তিনিও গিয়েছেন ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে।ওই তরুণী পাগলামি শুরু করতেই প্রতিবেশীরা খবর দেয় থানায়। এমনকি সেই তরুণীর ভিডিও রেকর্ডও করে রাখে প্রমাণ হিসেবে। যেখানে দেখা গেছে, মেয়েটি অনবরত বলে চলেছেন তিনি সালমানকে বিয়ে করতে চান।
এর কিছু সময় পরই পানভেলের তালুকা পুলিশ স্টেশনের অফিসাররা তাকে গ্রেফতার করে এবং সোশ্যাল অ্যান্ড ইভ্যাঞ্জেলিকাল অ্যাসোসিয়েশন ফর লাভে (এসইএএল) পাঠানো হয়।শোনা যাচ্ছে, মানসিক চিকিৎসার জন্য ওই তরুণী কালাম্বলির এমজিএম হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে কোনো উপায় না দেখে মেয়েটির মাকেও দিল্লি থেকে মুম্বাই আসতে বলা হয়। পরিবার চিন্তিত। কারণ মেয়েটি দিল্লি থেকে একা এসেছে মুম্বাইতে! ভারতীয় গণমাধ্যমে খবর, সেখান থেকে ওই যুবতীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে তার কাউন্সেলিং হবে।