ববি প্রতিনিধি: জাকিয়া সুলতানা শিমু ৩ জুন ২০২৪ , ৭:২১:২৭ প্রিন্ট সংস্করণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।এতে তাদের উপস্থিতিতে অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক সুব্রত কুমার বাহাদুর’কে আহ্বায়ক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ ফয়সাল কে সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এর আগে গতকাল রোববার ( ২ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ডিরেক্ট অফিসার বা সরাসরি অফিসারের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অফিসারদের দাবী দাওয়া বাস্তবায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্কন্নোয়নে নিয়ে আলোচনা সভা করা হয়।পরে ছয় দফা বেদীতে শ্রদ্ধা অর্পনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ করে।
সংগঠনের অন্য সদস্যরা হচ্ছেন উপপ্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন, উপপরিচালক মো. মিজানুর রহমান, উপ-রেজিস্ট্রার তামান্না শারমিন, নির্বাহী প্রকৌশলী মো. মামুন অর রশিদ, সহকারী পরিচালক সেলিনা বেগম, সহকারী পরিচালক আবু হাছান, সহকারী রেজিস্ট্রার সুব্রত বাড়ৈ, সহকারী রেজিস্ট্রার দুলসাদ বেগম বীথি, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ জাকির হোসেন, সহকারী পরিচালক মোজাম্মেল হক, সহকারী রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন, সেকশন অফিসার মো. রফিকুল ইসলাম এবং স্টোর অফিসার মো. জাহাঙ্গির আলম রাহাত।
কমিটির আহ্বায়ক সুব্রত কুমার বাহাদুর জানান,সরাসরি অফিসারদের আরো দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাবো।একাডেমিক এবং প্রশাসনিক কাজের উন্নতির পাশাপাশি চেইন অব কমান্ড তৈরি হবে আমাদের মূল লক্ষ্য।
ছবিতে – যথাক্রমে আহ্বায়ক সুব্রত কুমার বাহাদুর ও সদস্য সচিব সাজ্জাদ উল্লাহ ফয়সাল।