প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৩:৪০:২৯ প্রিন্ট সংস্করণ
রেমিট্যান্স বা প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে সদ্য সমাপ্ত মাস মে। মাসটিতে দেশে এসেছে ২২৫ কোটি ডলার। একক মাস হিসেবে এই প্রবাসী আয় বিগত প্রায় চার বছরে সর্বোচ্চ, এমনকি রেমিট্যান্সের ইতিহাসে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ২ হাজার ১৩৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯৪১ কোটি ডলার ।
পুরো অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ১৬১ কোটি ডলার।সব মিলিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১৩৭ কোটি ডলার। আগের ২০২২-২৩ অর্থবছরে মোট ২১৬১ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এর আগে, ২০২১-২০২২ অর্থবছরে এসেছিল ২১০৩ কোটি ১৭ লাখ ডলার। আর ২০২০-২১ অর্থবছরে এসেছিল ২৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।
তাছাড়া আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।