সারাদেশ

শিক্ষার্থীদের ৬ লাখ ৫৫ হাজার টাকা বৃত্তি দিচ্ছে রাবিপ্রবি

  রাবিপ্রবি প্রতিনিধি: মো.আয়নুল ইসলাম ৩ জুন ২০২৪ , ১২:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের ৬ লাখ ৫৫ হাজার টাকা বৃত্তি দিচ্ছে রাবিপ্রবি
শিক্ষার্থীদের ৬ লাখ ৫৫ হাজার টাকা বৃত্তি দিচ্ছে রাবিপ্রবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৩-২৪ অর্থ বছরে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত ১৩৭ জন শিক্ষার্থীকে সর্বমোট ৬ লাখ ৫৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবং বিজ্ঞপ্তির সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৩-২৪ অর্থ বছরের শিক্ষাবৃত্তি প্রদান কমিটি যাচাই-বাছাই, যৌক্তিক ও প্রয়োজনীয় মূল্যায়ন শেষে ৮৬ জন মেধাবৃত্তি এবং ৫১ জন সাধারণ বৃত্তিসহ সর্বমোট ১৩৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাবৃত্তির জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়।

আরও খবর

                   

সম্পর্কিত