প্রতিনিধি ২ জুন ২০২৪ , ৩:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ
গেল বছর অর্থাৎ ২০২৩ সালে ১৫৭টি দেশের ২ লাখ ১০০ বিদেশি জার্মানির নাগরিকত্ব পেয়েছেন। সংখ্যাটি তার আগের বছরের তুলনায় অন্তত ১৯ শতাংশ বেশি।
২৮ মে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে, ২০০০ সালের পর রেকর্ড সংখ্যক বিদেশি জার্মানির নাগরিকত্ব পেয়েছেন।
গতকাল মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, ২০০০ সালের পর এবার রেকর্ড সংখ্যক বিদেশি জার্মানির নাগরিকত্ব পেয়েছেন৷
জার্মান পাসপোর্ট পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে সিরিয়া, তুরস্ক, ইরাক, রোমানিয়া এবং আফগানিস্তানের নাগরিকরা। সর্বোচ্চ সংখ্যক ৭৫,৫০০ সিরিয়ার নাগরিক গত বছর জার্মান পাসপোর্ট পেয়েছেন। গড়ে ছয় বছর নয় মাস ধরে জার্মানিতে ছিলেন তারা। এদের মধ্যে ৬৪% পুরুষ।
২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে অসংখ্য মানুষ সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন। এ কারণেই নাগরিকত্ব অর্জনের তালিকায় তারা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।