প্রচ্ছদ

পানির কল ছেড়ে শেভ করবেন না -প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ২:১০:৪৫ প্রিন্ট সংস্করণ

পানির কল ছেড়ে শেভ করবেন না -প্রধানমন্ত্রী

পানি-বিদ্যুৎ অপচয় রোধ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অযথা পানির কল ছেড়ে রেখে শেভ করা কিংবা কাপড় পরিষ্কারসহ অন্যান্য আনুষাঙ্গিক অপচয়মূলক কাজের জন্য পানির খরচ বাড়ছে।

বঙ্গবাজারে নতুন মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সংক্ষিপ্ত বক্তব্যে এ সব বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পানির কল ছেড়ে রেখে কাপড় পরিষ্কার, শেভ করা অথবা দাঁত পরিষ্কারের মতো কাজ করবেন না। তার জন্য মগ কিংবা বালতি ব্যবহার করা যেতে পারে। মনে রাখতে হবে, পানি যত অপচয় হবে, বিল তত বাড়বে। তাই বিল কমাতে চাইলে সাশ্রয়ী হতে হবে। দেশে এসব খাতের উৎপাদন বাড়ছে, কিন্তু অপচয় বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একসময় দেশের পানি-বিদ্যুতের তীব্র সংকট ছিল। বিএনপির এক নেতা এজন্য জনগণের ধাওয়াও খেয়েছিল। সেই পরিস্থিতি থেকে এখন এসব খাতে দেশের অনেক উন্নতি হয়েছে।

ভালো ও স্বাস্থ্যকর পানির জন্য জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাসা-বাড়ির পানির টাংকি অন্তত ৬ মাসে একবার পরিষ্কার করতে হবে। পাশাাপাশি পানির পাইপ ঠিক আছে কিনা তা খেয়াল রাখতে হবে। সেইসঙ্গে মশার উপদ্রব থেকে বাঁচতে নিজের ঘর-বাড়ি এবং আশপাশে যেন পানি জমে না থাকে তা খেয়াল রাখার পরামর্শও দেন তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত