বিনোদন

শাকিব খানের মতো পরিশ্রমী অভিনেতা আর দেখিনি: মিশা সওদাগর

  প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ১১:০৫:০৬ প্রিন্ট সংস্করণ

শাকিব খানের মতো পরিশ্রমী অভিনেতা আর দেখিনি: মিশা সওদাগর
শাকিব খানের মতো পরিশ্রমী অভিনেতা আর দেখিনি: মিশা সওদাগর

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মঙ্গলবার (২৮ মে) ছিল এই নায়কের ক্যারিয়ারের রজতজয়ন্তী।

এদিন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় সিক্ত হয়েছেন তিনি।তাদের মধ্যে ছিলেন শাকিব খানের দীর্ঘদিনের সহকর্মী মিশা সওদাগর।মিশা সওদাগর বলেন, ‘শাকিব খান শিল্পী হিসেবে অতুলনীয়। বড় মাপের শিল্পী।

বাংলাদেশের একজন সুপারস্টার। তার অনেক গুণ আছে। শাকিব খান সিনিয়র শিল্পীদের সম্মান করেন, জুনিয়রদের ভালোবাসেন। এটা কাছ থেকে দেখা। কেননা, তাকে আমি বহু বছর ধরে চিনি। একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি আমরা।’ শাকিবের আগামী দিনের মঙ্গল কামনা করে এই তারকা লিখেছেন, ২৫ পেরিয়ে ২৬ এর সফল অগ্রিম শুভেচ্ছা। সুস্থ থাকো, চলচ্চিত্রকে এমন করেই ভালোবাসো।

আরও খবর

                   

সম্পর্কিত