মনির/রেজভী ৩০ মে ২০২৪ , ৯:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ময়মনসিংহেও ৩য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৯ মে) তৃতীয় ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল, ফুলবাড়ীয়া ও ঈশ্বরগঞ্জ উপজেলায় এ নির্বাচন সম্পন্ন হয়।
আজ সকাল ৮:০০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৪:০০টা পর্যন্ত। ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিল অনেকটা দৃশ্যমান।
ভোটকেন্দ্রগুলোর পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কেন্দ্রগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় উপস্থিত ভোটাররা নিরাপদে ভোট কার্যক্রমে অংশগ্রহণ করে এবং যার যার ভোটাধিকার প্রদান করে। ভোটারদের ভোটাধিকার প্রদানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও পর্যবেক্ষক দল খুবই তৎপর ছিল।