প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৯:২০:৪৫ প্রিন্ট সংস্করণ
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. হারুন অর রশিদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ এ ইউনিটের প্রধান হিসেবে তার নিয়োগের আদেশ জারি করে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ৫ জুন থেকে কার্যকর হবে। হারুন অর রশিদ বর্তমান র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকুরি করেছেন।