প্রতিনিধি ২৯ মে ২০২৪ , ২:১৬:১২ প্রিন্ট সংস্করণ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার জানান, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে রাত ২টা পর্যন্ত প্রধানমন্ত্রী জেগে ছিলেন।
তিনি প্রত্যেক জেলার সঙ্গে যোগাযোগ রেখে ব্যবস্থাপনা নিতে নির্দেশনা দিয়েছেন। তাছাড়া ল্যান্ডফোনের গুরুত্ব দিতে বলেছেন। কেননা রেমালে ল্যান্ডফোনের গুরুত্ব সামনে এসেছে।
তিনি ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুর্গতদের পাশে থাকতে সরকারি কর্মকর্তাদের বলেছেন। সরকারি কর্মকর্তাদের গতানুগতিক অবস্থার বাইরে এসে কাজ করতে নির্দেশনা দিয়েছেন।