অপরাধ

সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায়,গ্রেফতার ৩

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ১১:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায়,গ্রেফতার ৩
সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায়,গ্রেফতার ৩

সিএমপির হালিশহর থানার অভিযানে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা দাবি ও চাঁদা আদায়সহ নগ্ন ভিডিয়ো ধারণের ঘটনায় ভুয়া সাংবাদিকসহ তিনজন আসামি গ্রেফতার।

গত ২৬ মে ২০২৪ একজন ব্যবসায়ী (৫৯) হালিশহর থানায় এসে অভিযোগ করেন যে, কতিপয় ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে পরস্পর যোগসাজশে তাকে অন্যায় আটক করে মারধর করতঃ সাধারণ জখম, ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি ও চাঁদা আদায় এবং চুরিসহ নগ্ন ভিডিয়ো ধারণ করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানসম্মান ক্ষুণ্ন করার ভয় দেখিয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) চাঁদা দাবি করে এবং ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) চাঁদা আদায় করে, বাদীর কাছে থাকা একটি ০২ ভরি ওজনের স্বর্ণের চেইন যার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) জোরপূর্বক ছিনিয়ে নেয়।

May be an image of 5 people and text

এমন অভিযোগের প্রেক্ষিতে সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে এসআই (নি.) মোহাম্মদ কহিনুর ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গতকাল ২৬/০৫/২৪ খ্রি. ০২:৪৫ ঘটিকার সময় হালিশহর থানাধীন গুলবাগ আ/এ গোল্ডেন টাচের বিপরীত পাশে রূপালী ভবনে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ১। আঁখি আক্তার (৩৩), ২। মোঃ কামরুল হাসান প্র. ভুয়া সাংবাদিক কামরুল (৪২), ৩। মোঃ জহির উদ্দিন প্রকাশ বাবুরি (৪৯)-দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা বর্ণিত অপরাধের সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। উপস্থিত লোকজনের সম্মুখে ০৩ নং আসামি মোঃ জহির উদ্দিন প্রঃ বাবুরি (৪৯)-এর হেফাজত থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত ক) একটি iphone 14 Pro Max, ০২ নং আসামি মোঃ কামরুল হাসান প্র. ভুয়া সাংবাদিক কামরুল (৪২)-এর হেফাজত থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত খ) একটি Vivo Y20 2021 অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিরা সিএমপির হালিশহর থানা এলাকার অস্থায়ী বাসিন্দা। উল্লেখ্য যে, ধৃত আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হালিশহর থানায় চাঁদাবাজি, মারধর, জোরপূর্বক ছিনিয়ে নেওয়া, চুরি ও নগ্ন ভিডিয়ো ধারণের অভিযোগে দণ্ডবিধি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা রুজু হয়।

আরও খবর

                   

সম্পর্কিত