জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যম্পাসে অনার্স কোর্স বন্ধের নির্দেশ

  প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৫:১১:২১ প্রিন্ট সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যম্পাসে অনার্স কোর্স বন্ধের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা স্নাতক প্রোগ্রামসহ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদলয়ের আচার্য ও রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (২৩ মে) মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।আদেশে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ করা হলো।

২০২৩ সালের ২১ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিত দেয়। ওই বছরের ২৭ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু করে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় ক্লাস।

আরও খবর

                   

সম্পর্কিত