প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ৯:২৭:১৬ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৩/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১০ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আজগর আলী সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক
মামলার আসামী ১। রাজন ওরফে কর্নেল রাজন (৩৫), পিতা-বাদল মিয়া, মাতা-আয়শা খাতুন, সাং-
সানকিপাড়া শেষ মোড়, ১৫নং বাসা, ২। শাকিল ইসলাম শান্ত (২৪), পিতামৃত-মোরশেদ, মাতা-নাহিদা
আক্তার, ৩।রুহুল আমিন (৩৭), পিতা-আক্কাস আলী, মাতা-সেলিনা খাতুন, উভয় সাং-সানকিপাড়া শেষ
মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে
১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রিফাত আল আফসানী সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
মাদক মামলার আসামী ১। রুবেল হাসান ওরফে শামীম(৩৫), পিতা-মৃত-নাজিরুল হক ওরফে সেন্টু মিয়া ,
ঠিকানা: স্থায়ী-১: (কাচিঝুলি হামিদ উদ্দিন রোড, হোল্ডিং নং-৮৩/খ/৩) , উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার
করা হয়।
এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। লিংকন (২৪), পিতা-শামীম, গ্রাম- পাটগুদাম (অংশ) (পাটগুদাম
দুলদুল ক্যাম্প (তারা মিয়া বাসার পাশে) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহকে গ্রেফতার
করা হয়।
এসআই (নিঃ) সোহেল রানা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য
মামলার আসামী ১। মোর্শেদ (৩৮), পিতা-ঈমান আলী, সাং-গন্দ্রপা, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহ।কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, এএসআই(নিঃ) আয়েছ মিয়া, সোহরাব হোসেন
প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৪ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের
গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোছাঃ পারভিন আক্তার (৩০), পিতা-মৃত: কাশেম আলী, স্থায়ী : গ্রাম- কিসমত (আজিজ মোড়
পূর্বাপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
২। মোঃ রবিউল্লাহ , পিতা-মৃত: রহিম মিয়া, স্থায়ী : গ্রাম- কিসমত (আজিজ মোড় পূর্বাপাড়া) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৩। অলি উল্লাহ (৩১), পিতা-মৃতঃ আব্দুল রহিম, স্থায়ী : গ্রাম- কিসমত, উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা-ময়মনসিংহ
৪। মোছা: সুফিয়া খাতুন (৪৮), পিতা-/স্বামী: মৃত: রহিম মিয়া, স্থায়ী : গ্রাম- কিসমত (আজিজ মোড়
পূর্বপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হয়।